আমতলীতে শেখ হাসিনার পক্ষে নৌকার জনসভায় মুখরিত উপজেলাবাসী

 - 
 0
আমতলীতে শেখ হাসিনার পক্ষে নৌকার জনসভায় মুখরিত উপজেলাবাসী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বরগুনা-০১ আসন (বরগুনা-আমতলী-তালতলী)’র মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সমর্থনে আমতলী উপজেলার একে হাইস্কুল মাঠে নৌকা মার্কার জনসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (০৩ জানুয়ারী) বিকেলে আমতলী একে হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নৌকার জনসভায় মুখরিত পুরো আমতলী উপজেলাবাসী। তারা দলে দলে নৌকার শ্লোগান দিয়ে জনসভা মাঠে প্রবেশ করে। এসময় মঞ্চে থাকা অতিথিরাও নৌকার শ্লোগান দিয়ে আগতদের আরো উৎসাহ দেন।

সংসদ সদস্য ও নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জনসভায় জনগনের উদ্দেশ্য বলেন, বরগুনা থেকে আমতলীর যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আগামীতে আরো উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

আধুনিক শহর তৈরি করার পরিকল্পনার কথা উল্লেখ করে আবারও আমতলীবাসীকে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ করেন শম্ভু। তাছাড়া তিনি আরও বলেন, রাস্তাঘাট মেরামত, কালভার্ট স্থাপন, আমতলী-বরগুনা সেতু নির্মান ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এসময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকায় ভোট চেয়েছেন।

নৌকার নির্বাচনী জনসভায় আমতলী উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow