আশুলিয়ায় রাস্তা বন্ধ করে প্রাচীর দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

১৮ নভেম্বর, ২০২৫ - দুপুর ১২:৫৪
 0  218
আশুলিয়ায় রাস্তা বন্ধ করে প্রাচীর দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন

আশুলিয়ার ডেন্ডাবর নতুনপাড়া ফাল্গুনী আবাসিক এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে এলাকাবাসী।

প্রায় ১শত পরিবার চলাচলের রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছেন।

জানা যায়, দলিলে ৮ ফিট রাস্তা থাকার পরেও জালাল উদ্দীন নামের এক ব্যক্তি স্থানীয় প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছেন চলাচলের রাস্তাটি।রাস্তার উপর প্রাচীর তুলে ৮ ফিট রাস্তাকে করেছেন ২ ফিট।এ যেন দেখার কেউ নাই।

জালাল উদ্দীন তার ছেলের বউয়ের প্রভাব খাঁটিয়ে রাস্তাটি দখল করছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর পক্ষে কথা বলায় আরমান হোসেন সোহাগ নামের এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন জালাল উদ্দীন সহ তার পরিবারের অন্য সদস্যরা।সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ অক্টোবর সকালে সোহাগের মা আক্তারি খানম কে মারধর করেন জালাল উদ্দীন সহ অন্যরা।

পরবর্তীতে তাকে হাসপাতালে চিকিৎসা শেষে আশুলিয়া থানায় জালাল উদ্দীন সহ অন্যদের আসামি করে একটি মামলা দায়ের করেন সোহাগ। এই মামলা করায় তার জীবনে নেমে আসে ভয়াবহতা। বিভিন্ন মানুষ দিয়ে জালাল উদ্দীন সোহাগ ও তার পরিবার কে প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

সোহাগ বলেন,আমরা আজ থেকে অনেক বছর আগে এখানে বাড়ি করি। সেই সময় রাস্তা ছিল ৮ ফিট কিন্তু আসতে আসতে যখন পরিবারের সংখ্যা বাড়তে থাকে ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে রাস্তা দখল করে প্রাচীর দেন স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন। আমি সহ আমার প্রতিবেশী সবাই প্রতিবাদ করলেও তিনি কারও কথা না সুনে উল্টো আমার মাকে মারধর করেন এবং আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।

জালাল উদ্দীনের ছেলের বউ নুসরাত সাহারা বিথী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ম্যাজিস্ট্রেট হওয়ায় সেই প্রভাব কে কাজে লাগিয়ে মানুষের চলাচলের রাস্তার উপর দেওয়াল তুলে বন্ধ করে দিয়েছেন রাস্তা। কেউ কিছু বললে ছেলের বউয়ের প্রভাব কে কাজে লাগান জালাল উদ্দীন। তার দাপটে এলাকার মানুষ ভয়ে কথা বলতে বেশ কয়েকবার ভেবে নেন।

তিনি আরও বলেন, রাস্তা আমার একার জন্য না সকলের চলাচলের জন্য দরকার। তাই প্রশাসনের কাছে আবেদন মানুষের চলাচলের রাস্তাটি যাতে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এসময় ডেন্ডাবর নতুনপাড়া ( ফাল্গুনী আবাসিক এলাকাবাসীর) উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।