পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর

নওগাঁয় পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিকের লাশ বালুরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পত্নীতলা উপজেলার গোডাউন পাড়া ঘাটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি অপমৃত্যুর মামলা (নম্বর-৩৪, তারিখ: ১১/০৮/২৫ ইং) দায়ের করা হয়।
পরে সোশ্যাল মিডিয়ায় মরদেহের ছবি দেখে ভারতের বালুরঘাট থানা পুলিশ নিশ্চিত করে যে, এ বিষয়ে তাদের থানায় একটি নিখোঁজ ডায়েরি রয়েছে। তারা জানান, মৃত ব্যক্তি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার সৈয়দপুর গ্রামের শ্রী অজয় বর্মনের ছেলে কীর্তিমান বর্মন (১৮)।
এ ঘটনার পর পত্নীতলা ১৪ বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে কীর্তিমান বর্মনের মরদেহ তার পিতার উপস্থিতিতে মামলা তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বালুরঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।