শহীদ জিয়া স্মৃতি সংসদের ঘোষিত নড়াইল জেলা কমিটির সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক রাজু

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ–এর ৩৩ সদস্য বিশিষ্ট নড়াইল জেলা কমিটি গঠন করা হয়েছে।
১৮ মে ঘোষিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বুলবুল হোসেন মিলন ও সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান আহম্মেদ রাজু। এছাড়া এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সৈয়দ ফসিয়ার রহমান, সহ-সভাপতি মোঃ শের আলী ও আরব আলী শেখ। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হানিফ শেখ। সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুম্বার, প্রচার সম্পাদক আতাউর মোল্লা, ক্রীড়া সম্পাদক আজিজ মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক শিমুল শেখ, সমাজকল্যাণ সম্পাদক সুজন শেখসহ আরও অনেকে। এ দিকে গুরুত্বপুর্ণ পদ সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান আহম্মেদ রাজু আউড়িয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোঃ আকবর হোসেন মোল্লার সুযোগ্য সন্তান । তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের মধ্যে আনন্দের উচ্ছাস বয়ে এসেছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান আহম্মেদ রাজু তার প্রতিক্রিয়ায় বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমি সর্বদা জনগণের পাশে থাকতে চাই। দলের দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করাই হবে আমার মূল লক্ষ্য।” নবগঠিত জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এ কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম নতুন গতিপথে অগ্রসর হবে।