নওয়াজের দুর্দান্ত অভিষেকে পাকিস্তানের দাপুটে জয়

৯ আগস্ট, ২০২৫ - সকাল ১০:৪৩
 0  2.4k
নওয়াজের দুর্দান্ত অভিষেকে পাকিস্তানের দাপুটে জয়
Hussain Talat (L) and Hasan Nawaz (R) of Pakistan celebrate a 100-run partnership during the first One Day International (ODI) cricket match between West Indies and Pakistan at Brian Lara Cricket Academy in Tarouba, San Fernando, Trinidad and Tobago, on 8 August 2025.AFP

ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল পাকিস্তান। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) নিজের ওয়ানডে অভিষেকেই অপরাজিত ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে নায়ক বনে যান হাসান নওয়াজ।

হাসান নওয়াজ ও হুসেইন তালাত মিলে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে রবিবার এবং শেষ ম্যাচ মঙ্গলবার।

এর আগে পাকিস্তানের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৮.৫ ওভারে ২৮০ রান তোলে। এভিন লুইস ৬০ রান (৬২ বলে, ৩ ছক্কা ও ৫ চার), শাই হোপ ৫৫ ও রস্টন চেজ ৫৩ রান করেন। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি চারটি উইকেট নেন।

২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ভালো শুরু করলেও ৩৮তম ওভারে মোহাম্মদ রিজওয়ান ৫৩ রান করে শামার জোসেফের বলে এলবিডব্লিউ হন। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ১০১ রান, সেখান থেকেই নওয়াজ-তালাতের জুটি ম্যাচ ঘুরিয়ে দেন।

শেষ দিকে নওয়াজ ৪৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন এবং শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৪ বলে ৬৩ রানের ইনিংসে তিনি মারেন ৩ ছক্কা ও ৫ চার। তালাত ৩৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন (১ ছক্কা ও ৪ চার)।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ব্র্যান্ডন কিং ০ রান করে আফ্রিদির শিকার হন ইনিংসের প্রথম ওভারেই। লুইস ১৯তম ওভারে সাইম আয়ুবের বলে আউট হন। হোপ ৪১তম ওভারের দ্বিতীয় বলে আফ্রিদির বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর রোমারিও শেফার্ড ৪ রান করে আউট হন এবং চেজ হাফ-সেঞ্চুরি করলেও পরের বলেই নাসিম শাহের বলে আউট হন। শেষদিকে নাসিম আরও দুই ব্যাটসম্যানকে আউট করে উইন্ডিজের ইনিংস গুটিয়ে দেন।

ফলে হাসান নওয়াজের অভিষেকের নায়কোচিত ইনিংসেই ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান।