দুর্নীতি করে কেউ রক্ষা পাবেনা: ড. মোহাম্মদ আবদুল মোমেন

১১ আগস্ট, ২০২৫ - দুপুর ৪:০০
 0  1.4k
দুর্নীতি করে কেউ রক্ষা পাবেনা: ড. মোহাম্মদ আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, "দুর্নীতি করে কেউ রক্ষা পাবে না।

দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকাল ১০টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে জয়পুরহাট শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গণশুনানির আয়োজন করে।

''রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ' এই স্লোগানে জয়পুরহাট জেলার সুবিধাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শোনেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক। গণশুনানিতে সভাপতি ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জয়পুরহাটের গণশুনানিতে সেবাগ্রহীতারা জয়পুরহাট সদর উপজেলার ৩৪টি সরকারি ও বেসরকারি দপ্তরের সেবা না পাওয়া বিষয়ক ৭৯টি অভিযোগ দায়ের করেন। তার মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নেওয়া হয়।

অভিযোগ দায়ের করা বিভাগগুলোর মধ্যে ছিল জেলা হাসপাতাল, ভূমি অফিস, বিআরটিএ, সমাজসেবা, সড়ক ও জনপদ বিভাগ, কৃষি বিপণন, পৌরসভা, এলজিইডি, গণপূর্ত বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস, ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা, পল্লী বিদ্যুৎ সমিতি, জীবনবীমা কর্পোরেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিএমডিএ, সাব রেজিস্ট্রার জয়পুরহাট সদর, জেলা পরিষদ, জেলা কারাগার, জয়পুরহাট থানা, প্রাণিসম্পদ বিভাগ, বম্বু ইউনিয়ন পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়।