বিদেশিদের নয়, জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন : বাবলা
![বিদেশিদের নয়, জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন : বাবলা](https://www.asiansomoy.com/uploads/images/202309/image_870x_64f5d3aabaecf.jpg)
জাতীয় পার্টির কো. চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেক বিদেশী বন্ধু নানা ধরণের প্রেসক্রিপসন দিচ্ছে। কিন্তু স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো বিদেশি বন্ধুদের প্রেসক্রিপসনে নয়, দেশের সাধারণ জনগণের প্রেসক্রিপসনে হবে জাতীয় নির্বাচন।
সোমবার (৪ সেপ্টেম্বর) নিজ নির্বাচনী এলাকা শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ডের বাগিচা এলাকায় জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন ও ভোট কেন্দ্র ভিক্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, দেশ ও জনগণের স্বার্থে যে কোনো বন্ধুপ্রতিম রাষ্ট্রের সু-পরামর্শ আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতে পারি। কিন্তু সংবিধান পরিপন্থি কোনো আবদার গ্রহণ করতে পারে না।
৫৪ নং ওয়ার্ড জাপার সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাপার কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সাংবাদিক সুজন দে, শ্যামপুর থানা জাপার সাধারণ ইব্রাহীম মোল্লা, স্থানীয় জাপা নেতা মো. রনি প্রমুখ।
বাবলা বলেন, আমরা নির্বচনীমুখী দল। দলের চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আমরা তিনশ আসনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। তবে দেশ ও জাতির স্বার্থে নির্বাচনে আগে জোট-মহাজোটও গঠন করেও নির্বাচনে অংশ গ্রহণ করতে হতে পারে।
What's Your Reaction?
![like](https://www.asiansomoy.com/assets/img/reactions/like.png)
![dislike](https://www.asiansomoy.com/assets/img/reactions/dislike.png)
![love](https://www.asiansomoy.com/assets/img/reactions/love.png)
![funny](https://www.asiansomoy.com/assets/img/reactions/funny.png)
![angry](https://www.asiansomoy.com/assets/img/reactions/angry.png)
![sad](https://www.asiansomoy.com/assets/img/reactions/sad.png)
![wow](https://www.asiansomoy.com/assets/img/reactions/wow.png)