নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৩

Sep 4, 2023 - 18:25
 0
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সহোদরসহ নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই সহোদরসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (৪ সেপ্টেম্বর) কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামে এ ঘটনা ঘটে

নিহতরা হলেন, কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আবদুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোটভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই মো. জাহেদ (১৮)। তিনি ওই বাড়ির মো. কামাল হোসেনের ছেলে।

কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে দুই সহোদরসহ তিনজন আবদুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলযোগে পুরানবিবির বাজার যাওয়ার পথে হাসান হুজুরের মাদ্রাসার কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই সহোদর এবং হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন কালবেলাকে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow