ঘূর্ণিঝড় ‘রেমাল’: উপকূলের ১৮ জেলায় আঘাত

May 25, 2024 - 21:56
 0
ঘূর্ণিঝড় ‘রেমাল’: উপকূলের ১৮ জেলায় আঘাত
ঘূর্ণিঝড় ‘রেমাল’ উপকূলের ১৮ জেলায় আঘাত হানতে পারে
ঘূর্ণিঝড় ‘রেমাল’: উপকূলের ১৮ জেলায় আঘাত
ঘূর্ণিঝড় ‘রেমাল’: উপকূলের ১৮ জেলায় আঘাত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ পরিণত হয়েছে। উপকূলের ১৮ জেলায় আঘাত হানতে পারে। মোংলা ও পায়রায় ৭ নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। উপকূলের ১৩টিসহ ১৮ জেলায় রেমাল আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

শনিবার রাতে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি জানান, রোববার ভোর থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে শুরু করবে এবং সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। রোববার ভোরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার প্রস্তুতি চলছে।

প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। (1)

ঘূর্ণিঝড় ‘রেমাল’ সম্পর্কিত আরো পোস্ট



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow