রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি

May 25, 2024 - 20:53
 6  184
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি
রাতেই ঘূর্ণিঝড়ে: বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে 'রিমাল'।

আজ শনিবার বিকেলে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টির পর দেশের চার সমুদ্রবন্দরে ৭ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ রাতেই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ‘রিমাল’ নামে পরিচিত হবে, যার অর্থ হলো বালু। নামটি ওমানের দেওয়া।

গতকাল শুক্রবার দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। আজ সকালে সেই সতর্কসংকেত বহাল থাকলেও বিকেলের দিকে তা নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানোর কথা জানায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি উল্লেখ করেন, ঘূর্ণিঝড় ঘোষণা হলে পরিস্থিতির বিবেচনায় সংকেত পাল্টে যাবে।

আবহাওয়াবিদেরা বলেন, গভীর নিম্নচাপটি আজ রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং আগামীকাল দুপুরের পর থেকেই এর প্রভাব দেশের উপকূলীয় এলাকাগুলোতে দেখা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মো. শামীম আহসান জানিয়েছেন, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে!

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।​ (Channel24BD)​​ (Sarabangla News)​​ (Daily Nayadiganta)​​ (Channel24BD)​​ (NTV Online)



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow