বিয়ের সাজে ইধিকা পাল: শাকিব খানের প্রিয়তমার সত্যিই বিয়ে হচ্ছে?

May 20, 2024 - 00:23
 0  260
বিয়ের সাজে ইধিকা পাল: শাকিব খানের প্রিয়তমার সত্যিই বিয়ে হচ্ছে?
নায়িকা ইধিকা পাল/শাকিব খান

বিয়ের সাজপোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন শাকিব খানের ‘প্রিয়তমা’ নায়িকা ইধিকা পাল। ছবি শেয়ার হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে গুঞ্জন শুরু সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি?

বিয়ে করছেন শাকিবের প্রিয়তমা?

হঠাৎ বিয়ের সাজপোশাকে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন শাকিব খানের ‘প্রিয়তমা’ নায়িকা ইধিকা পাল। সোশ্যালে তার ব্রাইডাল লুকের ছবি শেয়ার হওয়ার পর থেকেই ভক্তদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে: তাহলে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি?

গত ১৮ মে, রবিবার, টলিউডের এক পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে ইধিকার ব্রাইডাল লুকের ছবি শেয়ার করা হয়। এরপরই শুরু হয় জল্পনা। এত সাজসজ্জা কেন? এ বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় এক সংবাদমাধ্যমকে ইধিকা বললেন, ‘আমার বিয়ে’। কিন্তু যখন বর সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি মজা করে বলেন, ‘শিব’, যার অর্থ মহাদেব। দেবতার নাম উল্লেখ করে ইধিকা ঠাট্টা করে এমন উত্তর দেন।

সোশ্যাল মিডিয়ায় ইধিকাকে মেরুন রঙের ভারী লেহেঙ্গা-চোলিতে দেখা গেছে। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিসে একদম রয়্যাল লুকে ছিলেন তিনি। শরীর জুড়ে ছিল রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আঙুলে আংটি। তবে সবচেয়ে সুন্দর ছিল তার মায়া জড়ানো হাসি। ইধিকার এই নতুন লুক ভক্তদের বেশ পছন্দ হয়েছে এবং তারা একের পর এক মন্তব্য করে তা প্রকাশ করেছেন।

ইধিকা পালের ক্যারিয়ার শুরু ছোটপর্দা থেকে। শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। আগামীতে দেবের নায়িকা হিসাবে ‘খাদান’ সিনেমায় তাকে দেখা যাবে। এছাড়াও ‘কবি’ সিনেমাতে শরীফুল রাজের সঙ্গে কাজ করেছেন ইধিকা।

অভিনয় জীবনে নিজের গ্ল্যামার দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে ইধিকা পুরোপুরি সিঙ্গেল। তার জীবনে প্রেম নেই বলে তিনি জানান। এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেছিলেন, ‘আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি, প্রেম করার সময় নেই’।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow