পরীমণিরও কাজ আছে, আসছে ওয়েব ফিল্ম

Aug 25, 2023 - 21:23
 0  95
পরীমণিরও কাজ আছে, আসছে ওয়েব ফিল্ম
পরিমণি: ছবি সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেলার প্রকাশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ট্রেলার।

ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু।

ট্রেলারে দেখা যায়, পাফ ড্যাডির গল্প মূলত আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়। এতে উঠতি নায়িকার চরিত্রে দেখা যায় পরীমণিকে। ছবিতে নিজের সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হতে দেখা যায় পরীকে।

অন্যদিকে ওয়েব ফিল্মে অভিনেতা সজলকে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। দোয়া চাইতে ‘পাফ ড্যাডি’র কাছে যান তিনিও।

নায়িকা ও রাজনীতিবিদ ছাড়াও পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

পাফ ড্যাডির কি অলৌকিক ক্ষমতা আছে, নাকি এসবের আড়ালে চলে অন্য কিছু? সেটা জানা যাবে আগামী ৭ সেপ্টেম্বর। কেননা সেদিন মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম। এতে পরীমণি ও সজল নূর ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ ও নাসির উদ্দিন খানসহ অনেকে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow