৫৪ বছরের অভিজ্ঞতায় এবার জনগণের সু-বুদ্ধির উদয় হয়েছে - নির্বাচনী জনসভায় আতাউর রহমান বাচ্চু।

১৫ নভেম্বর, ২০২৫ - রাত ৭:০২
 0  791
৫৪ বছরের অভিজ্ঞতায় এবার জনগণের সু-বুদ্ধির উদয় হয়েছে - নির্বাচনী জনসভায় আতাউর রহমান বাচ্চু।

নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় নড়াইল-২ আসনে জামায়াতের মনোনীত এম পি পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চু একথা বলেন।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের শিংগীয়া বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান বাচ্চু, জেলা আমীর নড়াইল জেলা জামায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান এবং নড়াইল সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় সভাপতিত্ব করেন হবখালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল কাদের পিন্টু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনগণ যদি আগামী ৫ বছরের জন্য এই দায়িত্ব আমাকে অর্পণ করেন, তবে আমি আমার জান–প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করবো। এ দেশকে নিজের বাবার দেশ ভেবে যারা চালিয়েছেন, তাদের কর্মকাণ্ড দেশবাসী গত ৫৪ বছর ধরে দেখে আসছে। তাই এবার বাংলাদেশের জনগণের মধ্যে সু-বুদ্ধির উদয় হয়েছে।”