নড়াইল জেলা প্রশাসক ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৪ ডিসেম্বর, ২০২৫ - দুপুর ২:৫৯
 0  1.1k
নড়াইল জেলা প্রশাসক ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল জেলার সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে নড়াইলের নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম–এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সভাপতি অ্যাড. মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক তারিকুজ্জামান লিটু, দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দিকী, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, জহির ঠাকুর, খায়রুল আরেফিন রানা, হুমায়ুন কবীর রিন্টু, জিয়াউর রহমান জামী, অশোক কুন্ডু প্রমুখ।

সভায় বক্তারা নড়াইল জেলার উন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়া, বিভিন্ন সমস্যা এবং অনিয়ম দূরীকরণসহ নানা বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। পাশাপাশি প্রশাসন–গণমাধ্যম সমন্বয়ে একটি উন্নত ও স্বচ্ছ নড়াইল গঠনে সবাই মত প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিনা সাত্তার, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, সিনিয়র সাংবাদিক ও নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দিতা বোস, ইমরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রাজু আহমেদ রাজু, সিনিয়র সাংবাদিক গুলশান আরা, আব্দুস সাত্তার, শরিফুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানি, শুভ সরকার, ইমরান হাসান, আবু তাহের, এস কে সুজয়, সুজয় বকসী, সোহেল রানা, আব্দুর কাদের, সাদ্দাম হোসেন, নুর তাজুল ইসলাম, হাফিজুল করিম নিলু, মীর্জা মাহমুদ রন্টুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।