সড়ক দুর্ঘটনায় কয়রার ব্যবসায়ী বাবুল ইসলামের ইন্তেকাল
খুলনা জেলার কয়রা উপজেলার পরিচিত ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর কর্মী বাবুল ইসলাম (৩৪) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে খুলনা মহানগরীর জয়বাংলা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম বাবুল ইসলাম কয়রা বাজারের মোমিন মার্কেটে অবস্থিত ভিভো মোবাইল শোরুম “আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ”-এর স্বত্বাধিকারী ছিলেন। পাশাপাশি তিনি কয়রা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। তার পিতার নাম ওজিয়ার রহমান মোল্লা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রবিবার মাগরিব বাদ কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
বাবুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি শেখ সায়ফুল্যাহ, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান, সেক্রেটারি প্রভাষক নুরুজ্জামান, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল, কয়রা সদর যুব বিভাগের সভাপতি হাফেজ ডি এম জাহিদুল ইসলাম, মাওলানা ওয়ালিউল্লাহ, হাফেজ আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম বাবুল ইসলাম দুনিয়ার জীবন শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।