নড়াইলে ছাত্রলীগ নেতা দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই নেতার নাম সাজ্জাদুল ইসলাম। তিনি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সাজ্জাদুল আগদিয়ায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের ডাকেন। এসময় আশাপাশের বিভিন্ন লোকজন এসে তাঁর বাড়িতে ভিড় করেন। এরপর সকলের সামনে বাড়ির উঠানে এক বালতি ও এক গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি। গোসল করতে করতে কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাজ্জাদুল। গোসল শেষে তিনি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগ তথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দল করে তিনি সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ কারণে এমুহূর্তে ছাত্রলীগের পদ থেক তিনি মৌখিকভাবে পদত্যাগ করছেন। দ্রুত লিখিতভবে পদত্যাগপত্র জমা দেবেন। এছাড়া ভবিষ্যতে আর কোনোদিন কোনো ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করবেন না বলেও জানান তিনি।
সাজ্জাদুলের এ কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছে তাঁর পরিবার। রাজনীতি থেকে সরে আসায় খুশি তাঁরা।
দুধ দিয়ে গোসল করে সাজ্জাদুলের রাজনীতি ছাড়ার ঘোষণার এ দৃশ্য দেখতে ভিড় করেন আশেপাশের লোকজন।