মোবাইল বিস্ফোরণে শিশুর গুরুতর আহত আহত
খুলনার পাইকগাছায় মোবাইলে চার্জ দিতে গিয়ে রাব্বি (১২) নামে এক শিশু ভয়াবহভাবে আহত হয়েছে। রাব্বি উপজেলার রাড়ুলী এলাকার মোহাম্মদ আবদুল আজিজ গাজীর ছেলে।
বুধবার সকালে রাব্বি মোবাইলে চার্জ দেওয়ার চেষ্টা করছিল। চার্জার বিদ্যুতের সুইচ বোর্ডে লাগানোর সময় নেগেটিভ ও পজিটিভ সংযোগ এক হয়ে গেলে হঠাৎ মোবাইলটি বিস্ফোরিত হয়। এতে তার চোখ, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়। বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাড়ুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের ছেলে ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, শিশুটি মোবাইলের একটি পুরনো ব্যাটারি ভ্যানের ব্যাটারিতে চার্জ দেওয়ার চেষ্টা করছিল। একদিকে নষ্ট ব্যাটারি, অন্যদিকে ভ্যানের ব্যাটারি— এতে চার্জ না হওয়ায় সে সরাসরি বিদ্যুৎ লাইনে সংযোগ দেয়। ফলে নেগেটিভ ও পজিটিভ এক হয়ে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সতর্কতা ও ভাবনার বিষয়
এ ধরনের দুর্ঘটনা কেবল অসতর্কতার কারণে ঘটে না, বরং আমাদের বিদ্যুৎ ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে অজ্ঞতার ফলও বটে। পুরনো ব্যাটারি, নষ্ট চার্জার বা সরাসরি বিদ্যুৎ সংযোগ—সবই বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।
অভিভাবকরা যদি শিশুদের এসব বিপজ্জনক কাজ থেকে বিরত রাখেন এবং ঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেন, তাহলে হয়তো অনেক প্রাণহানি ও অঙ্গহানি রোধ করা সম্ভব। এখনই আমাদের ভাবতে হবে—প্রযুক্তি আমাদের জীবন সহজ করছে ঠিকই, কিন্তু নিরাপত্তা অবহেলা করলে সেটাই হয়ে উঠতে পারে মৃত্যুর ফাঁদ।