শেখ হাসিনার অধীনেই ভোট : সাবেক মন্ত্রিপরিষদ সচি

Sep 6, 2023 - 23:55
 0  34
শেখ হাসিনার অধীনেই ভোট : সাবেক মন্ত্রিপরিষদ সচি

আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধানের ভিত্তিতেই হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় ও স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে এবং সংবিধানের ভিত্তিতেই হবে। সত্যিকার অর্থে আমরা ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছি। আমরা যেন সঠিকভাবে ভোটারদের কাছে পৌঁছাতে পারি। একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে ভোটারদের উৎসাহিত করব। আমরা জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমেই সশরীরে ভোট দিয়ে এবং মানুষকে সাথে নিয়েই সব যড়যন্ত্র মোকাবিলা করব।’

ড. ইউনূস প্রসঙ্গে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অবশ্যই উনি সম্মানিত ব্যক্তি। কিন্তু যারা স্বাধীনতাবিরোধী তারাই এটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ড. ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কীভাবে সেটি বোধগম্য নয়। কেননা তিনি একজন অর্থনীতিবিদ। তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করেছেন। তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে নোবেল। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পড়ার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার কী অবদান তা বোধগম্য নয়।’

পরে জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট কর্নার বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহসভাপতি আব্দুর রহিম পাকন, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow