জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Sep 11, 2023 - 18:40
 0  41
জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার।

জামায়াতের জেলা আমির, চুয়াডাঙ্গা পৌর আমির এবং শিবিরের সাবেক জেলা সেক্রেটারিসহ মোট ছয়জনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে চুয়াডাঙ্গা শহরের পুরাতন জেলখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  এ সময় জামায়াতের গ্রেপ্তারকৃত নেতারা একটি মাইক্রোবাসযোগে বিয়ের অনুষ্ঠানে আলমডাঙ্গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে কালবেলাকে জানিয়েছেন জামায়াত নেতা অ্যাডভোকেট রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল খালেকের ছেলে জেলা জামায়াতের আমির অ্যাড. মো. রুহুল আমিন (৪৫), মো. খলিলুর রহমানের ছেলে পৌর জামায়াতের আমির অ্যাড. মো. হাসিবুল ইসলাম (৩৯), মো. আজিজুল হকের ছেলে জামায়াত কর্মী মো. মহাসিন আলি (২৬), মো. শহিদুল ইসলামের ছেলে চুয়াডাঙ্গা জেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির (২৭), মৃত ইউসুফ আলীর ছেলে দৈনিক সংগ্রামের দামুড়হুদা প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ (৪২) ও আবু জাফরের ছেলে অ্যাড. রুহুল আমিনের ড্রাইভার মো. মিনারুল ইসলাম (২৯)।  গ্রেপ্তার করা নেতাদের আদালতে পাঠানো হয়েছে



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow