৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার কর্মকর্তা বরখাস্ত !

Sep 12, 2023 - 19:09
 0  34
৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার কর্মকর্তা বরখাস্ত !

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও শাহজালাল বিমানবন্দর গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা গত ২ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে জানান, বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লক ভাঙা বলে দেখতে পান তিনি। পরের দিন রবিবার বিষয়টি জানাজানি হয়।

পরে বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর গণনা শেষে ৫৫ কেজি স্বর্ণ চুরির বিষয়ে নিশ্চিত হয়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা হয়। তার আগে আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে ঢাকা কাস্টমস হাউজ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow