নাশকতার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Nov 15, 2023 - 18:34
 0
নাশকতার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নাশকতার মামলায় যাত্রাবাড়ী থানার জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক টিটুকে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

জানা গেছে, আটক টিটু ২০২৩ সালে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। খবর বাসসের।

র‌্যাব-১০ এর উপপরিচালক ও সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, আজ বুধবার র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।    তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু নাশকতার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow