নিখোঁজ কিশোরের লাশ ভেসে উঠল পুকুরে

১৭ এপ্রিল, ২০২৪ - রাত ১০:১৭
 0  789
নিখোঁজ কিশোরের লাশ   ভেসে উঠল  পুকুরে

গাজীপুরের শ্রীপুরে  নিখোঁজের তৃতীয় দিন পুকুরে ভেসে উঠেছে সিয়াম নামের এক কিশোরের লাশ। বুধবার সকালে উপজেলার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পেছনের পুকুর থেকে লাশটি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই ইসমাঈল হোসেন।  নিহত সিয়াম কিশোরগঞ্জের হোসেনপুর থানার ঝিনারি ইউপির চরকাটিহারি গ্রামের মো. কনক মিয়ার ছেলে। সে তার পরিবারের সঙ্গে স্থানীয় ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকতো এবং স্থানীয় মাওনা চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল । এর আগে সোমবার দুপুর থেকে সিয়াম নিখোঁজ হয়। তার খোঁজ পেতে শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা।   

নিহতের মামা জাহাঙ্গীর আলম বলেন, পিয়ার আলী কলেজ পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। সকালে পুকুর দেখতে আসলে একটি লাশ ভাসতে দেখি। পরে থানায় খবর দিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সিয়ামের লাশ উদ্ধার করে। শ্রীপুর মডেল থানার এসআই ইসমাঈল হোসেন জানান, সকাল নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।