অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি

May 17, 2024 - 17:24
 0
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি
অগ্নিকান্ডে পুড়ে যাওয়া বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের নাটোর শহরের রঘুনাথপুরস্থ বাড়ী সম্প্রতি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়।

 অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানকে আর্থিক সহায়তা প্রদান এবং তার বাড়ী পরিদর্শনে গতকাল নাটোর পৌঁছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তিনি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধাকে শান্তনা, আর্থিক সহায়তা এবং পরিবারের জন্য কাপড়- চোপর প্রদান করেন। পুড়ে যাওয়া বাড়ী-ঘর দেখে উপস্থিত সকলেই আবেঘআপ্লুত হয়ে যান।


এ সময় তার সাথে ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা ও লালপুর কমান্ডার আরজেদ আলী (জতু), মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ আনসারী, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আবেদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা সভাপতি মুহাম্মদ শাহীনুর ইসলাম, ছাত্র আন্দোলন সভাপতি মিনারুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা প্রজন্ম মেজবাহ উদ্দিন।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, যাদের আত্মত্যাগ ও বীরগাঁথা লড়াইয়ের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযোদ্ধাদের পাশে রাষ্ট্র এবং দেশপ্রেমিকদের জনগণকে থাকতে হবে। তাদের একজন বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। এই পরিবারটি এককাপড়ে কোনরকম জীবন বাঁচিয়েছেন। মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে নির্মাণ করে দেয়ার ব্যবস্থা করতে হবে। তারা প্রধানমন্ত্রীর তহবিল থেকে মুক্তিযোদ্ধা খালেকুজ্জামানের বাড়ী পূননির্মাণের দাবি জানান।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow