বগুড়া সদরের ঘটনা: হত্যার মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি গ্রেফতার

১৯ মে, ২০২৪ - দুপুর ৪:৫৫
 0  863
বগুড়া সদরের ঘটনা: হত্যার মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি গ্রেফতার
হত্যার মামলায় বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি গ্রেফতার

"বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের শহরদীঘি পশ্চিমপাড়ায় বন্ধু আলী হাসানকে ছুরিকাঘাতে হত্যা মামলায় মূল আসামি জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি সবুজ সওদাগরকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ শুক্রবার রাতে সদর উপজেলার বেলাইলের হাজির মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শনিবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, সবুজের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রাম শান্তিনগরের মো. আলী জিন্নাহর ছেলে। তিনি ট্রাকের হেলপারের কাজ করতেন। সবুজ সওদাগর বগুড়া সদরের শহরদীঘি পশ্চিমপাড়ার মৃত সিরাজ সওদাগরের ছেলে।

জানা গেছে, আলী হাসান ও সবুজ সওদাগর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একে অপরের বাড়িতে যাতায়াত করতেন। এক বছর আগে আলী হাসান বগুড়া জেল হাজতে ছিলেন। তখন তার স্ত্রী মিতু বেগমের সঙ্গে সবুজের প্রেম, পরকীয়া ও এক পর্যায়ে বিয়ে হয়। 

হাসান জেল থেকে জামিনে ছাড়া পেলে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের অবনতি হয়। ১৪ মে বেলা সাড়ে ১১টার দিকে সবুজ কৌশলে হাসানকে তার শহরদীঘি পশ্চিমপাড়ার বাড়িতে ডেকে নেয়। এরপর পূর্ব পরিকল্পনা অনুসারে হাসানের বুকে ছুরিকাঘাত করা হয়।"