পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

Aug 16, 2023 - 23:37
 0
পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার
জামায়াত-শিবিরের গ্রেপ্তারকৃত নেতাকর্মীরা

পাবনায় জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়। 

এর আগে বুধবার মধ্যরাত ও ভোররাতে তাদেরকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পাবনা সদর উপজেলার মজিদপুর বাচ্চু সরদারের বাড়ির পাশ থেকে ভোর পৌনে পাঁচটার দিকে ১০ জনকে, ঈশ্বরদী উপজেলার শেখের দায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোর চারটার দিকে ১১ জনকে, ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের পুরোনো ভবনের সাইকেল গ্যারেজ থেকে ভোর পাঁচটার দিকে ৬ জনকে ও সাঁথিয়া উপজেলার পিপুলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে রাত ১২টার দিকে ৯ জনকে আটক করা হয়। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করেছে। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সবাইকে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এক বিবৃতিতে বলেন, শুধু গায়েবানা জানাজায় অংশগ্রহণ করার কারণেই এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ নগ্নতার পরিচয় দিয়েছে। গতকাল ট্রাস্টের ক্যাম্পাসে হাজার হাজার জনতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে। এতে সরকার দিশেহারা হয়েছে। গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তির দাবি জানান জামায়াতের নেতারা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow