পুলিশের এসআই বিরুদ্ধে গ্রামপুলিশ পেটানোর অভিযোগ !

May 23, 2024 - 14:54
 0  196
পুলিশের এসআই  বিরুদ্ধে  গ্রামপুলিশ পেটানোর অভিযোগ !

বগুড়ার শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়নের গ্রামপুলিশ মাহফুজার রহমানকে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের এসআই শওকত আলীর বিরুদ্ধে। অভিযুক্ত পুলিশ দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আছেন।

 তিনি উপজেলার খোট্রাপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে। খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব জানে আলম বলেন, ‘২১ মে পুলিশের এসআই শওকত আলী তার ছেলেমেয়ের জন্ম নিবন্ধন হারিয়ে ফেলায় নতুন করে কাগজপত্র করতে আসে।

এ জন্য তাকে থানায় জিডি করে ফটোকপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে উত্তেজিত হয়ে উঠেন এবং গালাগাল শুরু করেন।গ্রামপুলিশ মাহফুজার রহমান বলেন, ‘অফিসে এমন পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি এগিয়ে আসলে তাকে লাথি মেরে ফেলে দেয় এবং মারধর করতে থাকে এসআই শওকত আলী।

এ বিষয়ে এসআই শওকত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি দিনাজপুরে এসপি অফিসে কর্মরত আছেন এবং ঘটনাটি চেয়ারম্যান মীমাংসা করে দেবেন। এ ছাড়া ঘটনা সম্পর্কে কোনো কথা বলতে রাজি হননিচেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। দুজনকে নিয়ে বসে সমাধান করে দেব।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow