গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চক্রান্ত করছে প্রতিবেশী রাষ্ট্রঃ ভিপি নূর

Oct 31, 2024 - 21:29
 0  323
গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চক্রান্ত করছে প্রতিবেশী রাষ্ট্রঃ ভিপি নূর
আমতলীতে ভিপি নুরুল হক নূর: ছবি এশিয়ান সময় ডেক্স

বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্র নানান ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অগ্নিক সংযোগ করা হচ্ছে তাদের নির্দেশে।

এ সকল কর্মকান্ড দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। বৃহস্পতিবার বরগুনার আমতলীতে এক পথসভায় এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

  

পথসভায় নুরুল হক নূর বলেন, দেশের গার্মেন্টস শিল্পের মধ্যে অরাজগতা সৃষ্টি করে বিদেশি ক্রেতাদের মধ্যে ভিতি সৃষ্টি করছে। এভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পরে বাজার নষ্ট করে তাদের দেশে বাজার সৃষ্টি করতে চাচ্ছে তারা।

দেশে ধান কাটার মৌসুমের মতো আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে থামাতে হবে। ৫ তারিখের গণঅভ্যুত্থানের পরে দেশে নতুন সরকার গঠন হয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি চলছে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এবং সবকিছু গুছিয়ে নিতে সরকারের একটু সময় লাগবে। আমাদের সকলকে একটু ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে।

 এ সময় তিনি আরো বলেন, নতুন বাংলাদেশের প্রশাসনের কাছে এখন জনগণ যাবে না। জনগণের সুখ দুঃখ শোনার জন্য প্রশাসনকে জনগণের কাছে যেতে হবে। তিনি আরো বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। ৯০ এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুরাতন এনালগ রাজনীতি বাদ দিয়ে তরুণদের রাজনীতির সুযোগ করে দিতে হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow