সাঈদীর গায়েবানা জানাজায় সরকার বিরোধী বক্তব্য, শিক্ষককে শোকজ

Aug 20, 2023 - 00:01
 0  51
সাঈদীর গায়েবানা জানাজায় সরকার বিরোধী বক্তব্য, শিক্ষককে শোকজ
খোন্দকার মনির আযম মুন্নু

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে খোন্দকার মনির আযম মুন্নু নামে এক স্কুলশিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করে সরকার বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে খোন্দকার মনির আযম মুন্নু নামে এক স্কুলশিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

খোন্দকার মনির আযম মুন্নু বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। তিনি বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।

শনিবার (১৯ আগস্ট) রাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) তাকে নোটিশ দেওয়া হয়।

প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা বলেন, সাঈদীর গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন খোন্দকার মনির আযম মুন্নু। জানাজা পরবর্তীতে তিনি বক্তব্য দেন। বক্তব্যে সরকার বিরোধী ও আপত্তিকর নানা কথা বলেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরে এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কর্ম দিবসের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow