দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে লাইভ করায় গণঅধিকারের মশিউরকে তুলে নেওয়া হয়েছে

Aug 16, 2023 - 22:30
 0
দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে লাইভ করায় গণঅধিকারের মশিউরকে তুলে নেওয়া হয়েছে

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সদ্যপ্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সংগঠনের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান ফেসবুকে লাইভ করায় তাকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সদ্যপ্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সংগঠনের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান ফেসবুকে লাইভ করায় তাকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে।

বুধবার (১৬ আগস্ট) ভিপি নুর তার ফেসবুক পেজে বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুরকে নিয়ে ফেসবুকে লাইভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গণঅধিকার পরিষদের নেতা মশিউর রহমানকে বিকেলে হাতিরঝিল থেকে ডিবি পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়েছে। অনতিবিলম্বে মশিউরের মুক্তি চাই। আল্লামা সাঈদী শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে আছে, থাকবে। ভয়-ভীতি দেখিয়ে, হুমকি-ধমকি দিয়ে মানুষের মন থেকে আল্লামা সাঈদীর নাম মুছা যাবে না।’

এর আগে বিকেলে গণঅধিকার পরিষদের ভিপি নুর অংশের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা মনে করি, চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার- এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হব না।

তিনি আরও বলেন, এর আগেও আমাদের অনেক নেতাকর্মীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়েছে। অনেককে আটক করেছে। আমরা অবিলম্বে দাবি করছি গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে দ্রুত ফিরিয়ে দিতে। আর যদি তা না করে তাহলে কেন তুলে নেওয়া হয়েছে তা যেন পরিষ্কার করে।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে বলেন, আপনাদের মনে রাখা উচিত, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারের অবৈধ নির্দেশনা পালন করা থেকে বিরত থাকুন।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow