মেয়ে-জামাইয়ের চুম্বনের ছবি দিলেন অনিরুদ্ধ

Aug 21, 2023 - 02:57
 0

1. মেয়ে-জামাইয়ের চুম্বনের ছবি দিলেন অনিরুদ্ধ! নবদম্পতি দশ গোল দেবেন নায়ক-নায়িকাদের, সই সুন্দরীর বিয়ে

মেয়ে-জামাইয়ের চুম্বনের ছবি দিলেন অনিরুদ্ধ! নবদম্পতি দশ গোল দেবেন নায়ক-নায়িকাদের, সই সুন্দরীর বিয়ে

আবারও জ্বলজ্বল করে উঠল বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ইনস্টাগ্রাম প্রোফাইল। প্রেম, ভালবাসা, আনন্দ, স্নেহের এক অপরূপ মিশ্রণ। মেয়ের বিয়ের আরও কিছু ছবি পোস্ট করলেন টনি।

2. ৩১-এ পড়তে চলেছে মেয়ে। তার আগেই প্রেরণা ওরফে সইয়ের বিয়ে দিলেন পরিচালক

৩১-এ পড়তে চলেছে মেয়ে। তার আগেই প্রেরণা ওরফে সইয়ের বিয়ে দিলেন পরিচালক

৩১-এ পড়তে চলেছে মেয়ে। তার আগেই প্রেরণা ওরফে সইয়ের বিয়ে দিলেন পরিচালক। আমেরিকান বংশোদ্ভূত পাত্রের সঙ্গে মার্কিন মুলুকেই বিয়ে হয়েছে গত ৮ জুলাই।

3. অনিরুদ্ধর জামাই জনি ফিগেল সদ্য তাঁর আর প্রেরণার স্বপ্নের হোয়াইট ওয়েডিংয়ের

অনিরুদ্ধর জামাই জনি ফিগেল সদ্য তাঁর আর প্রেরণার স্বপ্নের হোয়াইট ওয়েডিংয়ের

অনিরুদ্ধর জামাই জনি ফিগেল সদ্য তাঁর আর প্রেরণার স্বপ্নের হোয়াইট ওয়েডিংয়ের আরও নতুন কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার পরেই দেখা গেল, অনিরুদ্ধও মেয়ে-জামাইয়ের ছবিতে ভরিয়ে তুলেছেন ইনস্টাগ্রাম।

4.

সই সাদা গাউনে অপরূপ, গাঢ় নীল স্যুটে রূপবান জনি। একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন অধিকাংশ ছবিতে। খ্রিস্টান বিয়ের সমস্ত রীতি মেনেই পরস্পরকে সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হলেন প্রেরণা-জনি।

5. অনিরুদ্ধর একটি ছবিতে দেখা গেল, খ্রিস্টান বিয়ের রীতি মেনে বিয়ে সেরে ঠোঁটঠাসা চুম্বনে মেতেছেন নবদম্পতি

অনিরুদ্ধর একটি ছবিতে দেখা গেল, খ্রিস্টান বিয়ের রীতি মেনে বিয়ে সেরে ঠোঁটঠাসা চুম্বনে মেতেছেন নবদম্পতি

অনিরুদ্ধর একটি ছবিতে দেখা গেল, খ্রিস্টান বিয়ের রীতি মেনে বিয়ে সেরে ঠোঁটঠাসা চুম্বনে মেতেছেন নবদম্পতি। শিকাগো প্ল্যানেটোরিয়ামের আকাশে যেন প্রেমের রঙে রাঙা হল।

মেয়ে-জামাইয়ের চুম্বনের ছবি দিলেন অনিরুদ্ধ! নবদম্পতি দশ গোল দেবেন নায়ক-নায়িকাদের, সই সুন্দরীর বিয়ে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow