গ্রেপ্তার ভিপি কাওসার - নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহযোগী
 
                                ফরিদপুরের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহযোগী এবং রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাউসার আকন্দ ও তার সহযোগী তসলিম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) সকালে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড়ে একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর এলাকার দুলাল আকন্দের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় কমপক্ষে তিন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী পঙ্গু হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হয়। ঘটনার পর থেকে মামলার অন্যতম আসামি কাওসার আকন্দ পলাতক ছিলেন।
কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে শহরের অনাথের মোড় থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে কাউসার আকন্দ ও তার সহযোগী তসলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের হামলার মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।                            
                            
 
 
_original_1755281053.jpg?#) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                             
                             
                             
                             
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            