কলাপাড়ায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

May 7, 2025 - 10:47
 0
কলাপাড়ায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় খাল থেকে এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

 আজ বুধবার সকাল সাড়ে ৮টায় পৌর শহরের রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রহমতপুর জীন খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্থানীয়রা খালের মধ্যে ময়লা ফেলতে গিয়ে মরদেহ দেখতে পান। খবর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই নারীর শরীরে লাল এবং খয়রী রঙের ম্যাক্সি পরা ছিল। তার মুখ মন্ডল এবং শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। এ জন্য তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ওই খালে জোয়ার ভাটার পানি প্রবহমান না থাকায় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা খাদিজা বেগম বলেন, সকালে ওই খালে ময়লা ফেলতে এসে দেখি নারিকেলের গাছের নিচে ওই নারীর শরীরের অর্ধেক প্লাস্টিকের বস্তায় মোড়ানো ছিল। পরনে খয়েরি রঙের ম্যাক্সি। 

বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow