বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

May 8, 2025 - 17:26
 0
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

আজ ৮ ই মে ২০২৫ আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস বরগুনা রেড ক্রিসেন্ট অফিসে পালিত হয়।

“মানবতার পাশে, একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বরগুনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দিবসটি ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল ৯.৩০ টায় বরগুনা রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতন মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর রেড ক্রিসেন্ট সংগীত পরিবেশন এবং এক জমকালো আয়োজনের মাধ্যমে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সম্মানিত জেলা প্রশাসক মো: শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো: আবদুল করিম, ন্যাচার পালস প্রজেক্টের কর্মকর্তা, বিভিন্ন স্কুল ও কলেজের রেড ক্রিসেন্ট দলের সদস্যবৃন্দ এবং ইউনিটের সিনিয়র ও বর্তমান যুব সদস্যরা।


কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিট মিলনায়তনে এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের উপ যুব প্রধান-১ মো: সজিব হোসেন। তিনি বলেন, “রেড ক্রিসেন্ট কেবল একটি সংস্থা নয়, এটি একটি মানবিক আন্দোলন, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় নিঃস্বার্থভাবে। আজকের দিনটি আমাদের সেই আদর্শকে স্মরণ করিয়ে দেয়।”

অনুষ্ঠানে ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো: আবদুল করিম রেড ক্রিসেন্টের বিশ্বব্যাপী মানবিক কার্যক্রম, দুর্যোগকালীন সেবা ও যুব সমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করার ভূমিকা নিয়ে আলোচনা করেন। অন্যান্য বক্তারা আরো আশা প্রকাশ করেন, বর্তমান ও ভবিষ্যতের তরুণ প্রজন্ম রেড ক্রিসেন্টের আদর্শ অনুসরণ করে সমাজে মানবিকতার সেবা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেবে।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে সার্বিক সহায়তা করে বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow