আওয়ামী দোসরদেরকব্জায় রেড ক্রিসেন্ট, নেতৃত্বে উপ-মহাসচিব সুলতান!

২৯ জুলাই, ২০২৫ - দুপুর ৩:২২
 0  3.4k
আওয়ামী দোসরদেরকব্জায় রেড ক্রিসেন্ট, নেতৃত্বে উপ-মহাসচিব সুলতান!

দেশের অন্যতম মানবিক সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আজ আওয়ামী ঘনিষ্ঠ মহলের দখলে চলে যাওয়ার অভিযোগে আলোচিত।

 ‘মানবতার জন্য’ গঠিত এ সংস্থাটি বর্তমানে রীতিমতো একটি দলীয় প্রভাব খাটানোর কেন্দ্র হয়ে উঠেছে—এমন দাবি সংশ্লিষ্ট মহলের।

বিশ্লেষকরা বলছেন, শুকোনো পাটের মতো দুর্বল হয়ে পড়েছে এই ঐতিহ্যবাহী সংস্থা, যেখানে এখন নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী আমলে বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত উপ-মহাসচিব সুলতান আহমেদ। অভিযোগ রয়েছে, তিনি একটি ঘনিষ্ঠ সিন্ডিকেটের মাধ্যমে "বঙ্গবন্ধু পরিষদ" ঘরানার কর্মীদের পুনর্বাসনে ব্যস্ত সময় পার করছেন।

 বদলি-পদোন্নতিতে রমরমা বাণিজ্য!

বিশ্বস্ত সূত্র জানায়, রেড ক্রিসেন্টে বর্তমানে চলছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পদোন্নতি ও বদলি বাণিজ্য। সুলতান আহমেদের প্রত্যক্ষ নির্দেশনায় যারা দলীয় আনুগত্য প্রদর্শন করছেন, তারাই পাচ্ছেন বিভিন্ন সুবিধা ও পদ। এসব কাজ বাস্তবায়নে সহকারী হিসেবে কাজ করছে আলোচিত "সুলতান-শাহানা সিন্ডিকেট", যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে ভয়ভীতির রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ রয়েছে।

 আওয়ামী পুনঃবাসনের এজেন্ডা বাস্তবায়নে মরিয়া সিন্ডিকেট

সাম্প্রতিক সময়ে রেড ক্রিসেন্টের ভেতরে গোপনে একটি দলীয় পুনঃবাসন নীতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সিন্ডিকেট। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কর্মকর্তা-কর্মচারীরা এখন অনিশ্চয়তা ও আতঙ্কে দিন পার করছেন।

 অভিযোগের পাহাড়, নেই কোনো কার্যকর ব্যবস্থা

প্রতিষ্ঠানের অভ্যন্তরেই একাধিক লিখিত ও মৌখিক অভিযোগ জমা পড়লেও সেগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় কমিটি বা তদারকি বিভাগ। বরং অভিযোগকারীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও দাবি ভুক্তভোগীদের।

 জনস্বার্থে সরকারের হস্তক্ষেপ দাবি

মানবিক সহায়তার কেন্দ্রবিন্দু রেড ক্রিসেন্ট সোসাইটিতে এ ধরনের রাজনৈতিক দখলদারিত্ব ও সিন্ডিকেট চর্চা বন্ধে  পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে সুশীল সমাজ, গণমাধ্যম ও সেবাভোগীদের পক্ষ থেকে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের জনস্বার্থে, মানবিক কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় রেড ক্রিসেন্টে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সবাই।