ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬

Aug 25, 2023 - 19:20
 0  42
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার  ৬

সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে। গতকাল রাতে উপজেলার জামপুর পাকুন্ডা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

 এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের ব্যবহৃত পোশাক, ওয়ালেস ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃত ডাকাত সদস্যরা হলেন, বরিশালের বানড়ীপাড়া থানার মোঃ শামীম (৩৫), সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার আরিফুল ইসলাম (৩০), জামালপুরের মাদরগঞ্জ থানার নাদিরুল ইসলাম (৩৩), বরিশালের উজিরপুর থানার, মোঃ মিলন (৪৬), কুমিল্লার গাছা থানার রায়হান, ফরিদপুরের নয়ন (২৬)।

 সোনারগাঁ থানার আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার ব্রিজের কাছের পুলিশ চেকপোষ্ট অতিক্রম কালে সন্দেহজনকভাবে সরাসরি হাতেনাতে ৬ ভুয়া ডিবি পুলিশকে আটক করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম ।

 এসময় তাদের ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের টয়োটা হাইস গাড়ি, নগদ ৯০ হাজার টাকা, কালো রংয়ের প্লাস্টিকের বাট-যুক্ত সিলভার রংয়ের স্টীল বডির একটি খেলনা পিস্তল, একটি জলপাই রংয়ের কোটি, যার সামনে ও পিছনে হলুদ রংয়ের কাপড় দ্বারা DB DMP লেখা আছে, একটি ভাঙ্গা ও অকেজো ওয়াকিটকি (ওয়ারলেস সেট), একটি কালো রংয়ের লেজার লাইট, একটি হেনদা, কাঠের বাট যুক্ত মরিচা পরা একটি চাইনিজ কুড়াল, একটি বাশের লাঠি, তিনটি চেক গামছা, একজোড়া হাতকড়া যাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম খোদাই করে লেখা আছে, ৪টি এন্ড্রোয়েট মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

 আটককৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow