বিশনন্দি ফেরিঘাটে র‍্যাব ১১ এর অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Aug 14, 2023 - 17:46
 0  38
বিশনন্দি ফেরিঘাটে র‍্যাব ১১ এর অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশনন্দি ফেরিঘাটে র‍্যাব ১১ এর অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশনন্দি ফেরিঘাটে র‌্যাব ১১ এর অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ : র‌্যাব ১১ সিপিএসসি আদমজীনগর ও সিপিএসসি নরসিংদী এর যৌথ অভিযানে ০২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । রবিবার (১৩ আগস্ট) বিকালে ফেরিঘাট এলাকা তাদের কে গ্রেফতার করা হয় । 

 গ্রেফতারকৃত আসামীরা হলেন, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার কসবা থানার বড়মুরা এলাকার আবুল বাশারের মেয়ে নয়ন (২৬) ও একই থানার ধজননগর এলাকার লতিফ ভুঁইয়ার মেয়ে শিরিনা আক্তার (২৪) । র‌্যাব ১১ এর সিপিএসসি, নরসিংদীর সিনিয়র সহকারী পরিচালক ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান এর স্বাক্ষরিত এক প্রেস রিলিজ এ জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি ও সিপিএসসি নরসিংদীর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকাল পৌনে ৬ টায় নারায়ণগঞ্জ জেলার এক আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আড়াইহাজার থানাধীন বিশনন্দি ফেরিঘাট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ০২ জন নারী মাদক ব্যবসায়ীকে সাথে মাদক কাজে ব্যাবহৃত ২ টি মোবাইল ফোন ও ৪ টি সিম কার্ডসহ গ্রেফতার করা হয়। 

জব্দকৃত ২০ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য ৪ লক্ষ টাকা । গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ফেরিঘাট সংলগ্ন সীমান্তবর্তী এলাকা হতে পরিবহন করে নিয়ে এসে ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয় ।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow