নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সক্ষম; আইজিপি

Aug 27, 2023 - 19:13
 0
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ সক্ষম; আইজিপি
রোববার বরিশাল পুলিশ লাইন্সে মতবিনিময় সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের অভিজ্ঞতা আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরনো একটি প্রতিষ্ঠান এবং নির্বাচনকালীন দায়িত্ব পুলিশ দীর্ঘদিন যাবত পালন করে আসছে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করে এবং নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের অর্পণ করবেন সেই দায়িত্ব আমরা আমাদের সব সক্ষমতা দিয়ে পালন করব।’

রোববার (২৭ আগস্ট) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুযায়ী কাজ করছে পুলিশ এবং এর মাধ্যমে জঙ্গি-সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ একটি প্রশিক্ষিত বাহিনী। আমাদের সক্ষমতা, লজিস্টিক এবং প্রশিক্ষণ আছে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে যেকোনো ধরনের নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে প্রচেষ্টা সেটা মোকাবিলা করতে সক্ষম। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে সেটা সব সক্ষমতা দিয়ে পুলিশ পালন করবেন বলেও জানান আইজিপি।

এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, বিএমপি কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইজিপি।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow