রাতে খাওয়া শেষে ঘুম, সকালে পুকুরে মা-মেয়ের মরদেহ

Sep 5, 2023 - 17:04
 0  55
রাতে খাওয়া শেষে ঘুম, সকালে পুকুরে মা-মেয়ের মরদেহ

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে রিপা আক্তার (২৭) ও তার মেয়ে ফাতেমা বেগমের (দুই মাস) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাইন বাড়িতে এ ঘটনা ঘটে।

রিপা আক্তার চরভূতা গাইন বাড়ির নসু মিয়া গাইনের ছোট মেয়ে। তাকে বিয়ে দেওয়া হয়েছিল মাগুরার মো. সেলিমের সঙ্গে। রিপার ৮ বছর বয়সী এক মেয়ে রয়েছে। দুই মাস আগে তার আরেক মেয়ের জন্ম হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোট মেয়ে ফাতেমা জন্ম নিলে রিপা চরভূতায় বাবার বাড়ি আসেন। এর মধ্যে রিপা ও তার মেয়ে ফাতেমা অসুস্থ হয়ে পড়ে। রিপার উচ্চ রক্তচাপ ছিল। গতকাল সোমবার রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে রিপার বড় মেয়ে ঘুম থেকে উঠে মা ও ছোট বোনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে।

পরে রিপার ছোট ভাই হৃদয় পুকুরে ঘাটে গিয়ে দেখেন, তার বড় বোন ও ভাগ্নি পানিতে ভাসছে। তখন তার চিৎকারে স্থানীয় লোকজন এসে মা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে

।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow