মেসিকে বন্ধু না ভাবলেও শ্রদ্ধা করেন রোনালদো

Sep 7, 2023 - 11:04
 0  62
মেসিকে বন্ধু না ভাবলেও শ্রদ্ধা করেন রোনালদো
মেসিকে সম্মান করেন বলে দাবি রোনালদোর।

সর্বশেষ ১৫ বছরে ফুটবল দুনিয়া রাজত্ব করা দুজন ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনকেই সর্বকালের সেরা মানতে কারো ভ্রুক্ষেপ হওয়ার কথা নয়। দীর্ঘ সময় লা লিগায় খেলেছেন দুজন, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায়।

 ফলে তাদের দ্বৈরথ নিয়ে সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা সবসময়ই থাকে। যাদেরকে নিয়ে দ্বৈরথ তারা আবার বিষয়টি দেখে পুরো অন্যভাবে। পর্তুগিজ তারকা রোনালদো বললেন অন্য কথা, তাকে পছন্দ করলেই মেসিকে ঘৃণা করতে হবে, এমন কোনো কথা নেই।

রোনালদো বলেন, ‘আপনি ক্রিশ্চিয়ানোকে পছন্দ করলেই মেসিকে ঘৃণা করতে হবে, ব্যাপারটা এমন না। এই দুজন ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে, শ্রদ্ধাও পেয়েছে। দ্বৈরথ শেষ হয়েছে, কিন্তু আমরা এখনও আগের মতোই খেলে যাচ্ছি।’

রোনালদো রিয়াল মাদ্রিদে ও মেসি বার্সেলোনায় খেলায় তাদের দ্বৈরথে যোগ হয়েছিল বাড়তি মাত্রা। কেউ এক পা এগোলে অন্যজন পা বাড়াতেন আরও দ্বিগুণ। পর্তুগিজ তারকা ও আর্জেন্টাইন তারকার এই প্রতিযোগিতা চলেছে বহু দিন ধরে। ঠিকানা বদলে দুজনই এখন ইউরোপ ছেড়েছেন।

কাতার বিশ্বকাপ জেতা মেসি পাড়ি দিয়েছেন ‍যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে। রোনালদো নাম লিখিয়েছেন সৌদি ক্লাব আল নাসরে। তাতে কি তাদের প্রতিদ্বন্দ্বিতায় ছেদ পড়েছে? রোনালদো অবশ্য নিজেদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় দেখেন না। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতা? ব্যাপারটাকে আমি এভাবে দেখি না। আমরা একসঙ্গে একই মঞ্চ ১৫ বছর ধরে শেয়ার করেছি।

পর্তুগিজ তারকা আরও যোগ করেন, ‘আমি নিজেদের বন্ধু বলব না। কিন্তু একে অপরকে শ্রদ্ধা করি। দ্বৈরথ বিষয়টা ভালো, সমর্থকরা বিষয়টা পছন্দ করে



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow