বরগুনায় কেন্দ্রীয় মহিলা দল নেত্রীর জনসংযোগ

৩০ আগস্ট, ২০২৫ - রাত ৭:৩৯
 0  9.7k
বরগুনায় কেন্দ্রীয় মহিলা দল নেত্রীর জনসংযোগ

বরগুনার আমতলীতে জনসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ।

শনিবার (৩০ আগস্ট) বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি।

মহিলা দল নেত্রী আমতলীতে পৌছলে প্রথমে ফেরীঘাট থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, আমতলী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশার মিয়া, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আল আমিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুর রহমান রতন,

বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানাউল্লাহ সানী, সাবেক সহ সভাপতি কামরুজ্জামান রাজ্জাক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মৃধা, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মীরা খান, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, সদস্য সচিব তুহিন মৃধাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

মত বিনিময় শেষে আমতলীর বিভিন্ন এলাকায় জন সংযোগ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতৃ আসমা আজিজ। এসময় উপজেলার আপামর জন মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষের লাইনে থাকা কর্মীটির দলীয় পরিচয় নিশ্চিত হবে। তারই ধারাবাহিকতায় আমি মনে করি, দলের সকল কর্মসূচি রাজপথে বাস্তবায়ন করার কারণে দল আমাকে মূল্যায়ন করবে।

 

তিনি বলেন, নেতাকর্মীদের দুঃসময়ে যেভাবে পাশে থেকে দেখে-শুনে রেখেছি, সেইভাবে বরগুনা -১ আসনের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে বরগুনা-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক। তাই দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি বরগুনা-১ আসনে নির্বাচিত হয়ে দলকে বরগুনা সদর, আমতলী ও তালতলী আসনটি উপহার দিতে চাই। দল যদি আনকে মনোনয়ন না ও দেয়, তাহলে যাকে মনোনয়ন দিবে দলের স্বার্থে তার পক্ষে কাজ করে যাব।