এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বরগুনায় মানববন্ধন

৬ অক্টোবর, ২০২৫ - সকাল ১১:৪০
 0  947
এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বরগুনায় মানববন্ধন

এস আলম কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে বরগুনায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বরগুনা ইসলামী ব্যাংক বরগুনা শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।

গ্রাহকরা প্রধান কয়েকটি দাবী নিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন। তাদের দাবীগুলো মধ্যে ১. ২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করা, ২. অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া, ৩. এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নেয়া, ৪. যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা অন্যতম।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অন্যতম সদস্য মোঃ আবু হাসানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় অনেক গ্রাহকরা।

বরগুনার সনামধন্য স্থানীয় পত্রিকা দ্বীপাঞ্চল এর প্রকাশক ও সম্পাদক মোঃ মোশারেফ হোসেন মানববন্ধনে বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসন আসলে অর্থনীতি ধ্বংসের সব পদক্ষেপ নিয়েছিল। ইসলামী ব্যাংক ধ্বংসের জন্য এস আলম নানা চেষ্টা চালিয়ে তার অনুসারীদের অবৈধ নিয়োগ দিয়েছে। গ্রাহকরা ইসলামী ব্যাংকে বাঁচিয়ে রেখেছে। প্রবাসীরাও একটা বড় ভূমিকা রেখেছে বলে তিনি দাবী করেন। তিনি তার বক্তব্যে সকল গ্রাহকদের ধন্যবাদ জানান। 

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মানবব্ধনে এস আলম কর্তৃক সকল অন্যায়ের বিচার দাবী করেন।