নড়াইল-২ আসনে জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

৮ নভেম্বর, ২০২৫ - রাত ৭:৪৮
 0  300
নড়াইল-২ আসনে জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নড়াইল-২ (নড়াইল সদর(আংশিক)-লোহাগড়া) আসনের এমপি প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চুর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় লোহাগড়া উপজেলার মোল্লার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি লক্ষীপাশা, দিঘলিয়া, মল্লিকপুর, ইতনা ইউনিয়ন হয়ে লোহাগড়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর এলাকার বিভিন্ন মোড় ও বাজারে পথসভা এবং জনসংযোগের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। দাঁড়িপাল্লা মার্কার প্রচারণামূলক এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও অন্যান্য সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী। শোভাযাত্রার পুরো পথজুড়ে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এ সময় জামায়াত মনোনীত এমপি প্রার্থী আতাউর রহমান বাচ্চু নিজেও শোভাযাত্রায় অংশ নেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, দেশে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে হলে, ইসলামপন্থী নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো জনগণের কল্যাণ, সমাজে শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। আমরা জনগণের সেবা করতে চাইক্ষমতার জন্য নয়, আমানতের দায়িত্ব পালনের জন্য। নেতা-কর্মীরা জানান, নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চুর পক্ষে জনগণের আগ্রহ ও সাড়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাঠ পর্যায়ে জামায়াতের প্রচারণা আরও জোরদার করা হবে বলে জানান তারা।