ধানের শীষের মনোনয়নের দাবিতে নাগরিক সমাবেশ

১০ নভেম্বর, ২০২৫ - রাত ১১:১০
 0  299
ধানের শীষের মনোনয়নের দাবিতে নাগরিক সমাবেশ

নড়াইল-২ আসনে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলামকে দলীয় প্রতীক ধানের শীষে মনোনয়ন দেওয়ার দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে নড়াইলের মালিরবাগ এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ সমাবেশ হয়।

সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সাবেক জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রাজু আহমেদ রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের দমননীতির সময় বারবার নির্যাতনের শিকার হয়েছেন মনিরুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে দল ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের কারণে নড়াইল-২ আসনে বিএনপির জয় নিশ্চিত হবে বলেও তারা মত দেন।

প্রধান বক্তা হিসেবে মনিরুল ইসলাম বলেন, “নড়াইলের মানুষ বহিরাগত বা হাইব্রিড প্রার্থী মেনে নেবে না।” তিনি ২০০৮ সালের নির্বাচনে আম মার্কা প্রতীকে মাত্র ২৯২ ভোট পাওয়া এক সম্ভাব্য প্রার্থীর প্রসঙ্গ টেনে বলেন, “এমন প্রার্থীকে তৃণমূল কর্মীরা কখনোই গ্রহণ করবে না।” নিজের ৩৯ বছরের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি কোনো লাভের আশায় রাজনীতি করি না, করি মানুষের ভালোবাসার জন্য।”

তার সহধর্মিণীও সমাবেশে আবেগঘন বক্তব্য দেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।