বরগুনায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার আসামি হিরণ মেম্বার গ্রেপ্তার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বরগুনা জেলা কার্যালয় ভাঙচুর মামলার এজাহার ভুক্ত আসামি হিরন মেম্বারকে গ্রেফতার করা হয়েছে।
১৬ নভেম্বর (রবিবার) দুপুর ১২ টায় বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এসআই মোস্তফা কামাল ও এসআই মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করেন।
মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা উল্লেখ করে ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, ওই দিন বেলা ১১টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন, যাতে ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আমরা আজ বরগুনা জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহার নামীয় ১২৯ নম্বর আসামি ২নং গৌরীচন্না ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম হিরন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি ।