বরগুনায় কর্মসংস্থানের ব্যবস্থা চেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন

১৯ জানুয়ারি, ২০২৬ - রাত ৯:৩৭
 0  380
বরগুনায় কর্মসংস্থানের ব্যবস্থা চেয়ে ভুক্তভোগীদের মানববন্ধন

বরগুনা সদরের বন্ধ করে দেয়া কর্মসংস্থান চালু করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার বিকেলে ১০নং নলটোনা ইউনিয়নের বিষ খালি নদীর তীর ঘেঁষা আজগরকাঠি গ্রামে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

মানববন্ধনে নারী ও পুরুষসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা বলেন, বিষ খালি নদীর তীব্র ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে জীবিকার তাগিদে পরিবেশের নিয়ম-নীতি মেনে কাঠ থেকে কয়লা বানিয়ে তা শহরের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ বিক্রি করে অর্থ উপার্জন করে তারা। তাদের সেই কয়লা তৈরির চুল্লি স্থানীয় প্রশাসন বন্ধ করে দেয়ায়, তাদের বেঁচে থাকার কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে।

চুল্লিতে কাজ করা অর্ধশতাধিক শ্রমিক এখন খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন। তাইতো সরকারের কাছে কর্মসংস্থানের দাবি জানিয়ে সোমবার ১৯ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে কয়লা তৈরির চুল্লিতে কাজ করা অর্ধশতাধিক শ্রমিক ও স্থানীয়রা এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখা ব্যক্তিবর্গ বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে তাদের কর্মসংস্থান এর ব্যবস্থা করে দেয়ার দাবি জানান।