বরিশালে মানবাধিকার সামাজিক ও ডিজিটাল নিরাপত্তা তথ্য অপতথ্য বিষয়ক ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

৯ ডিসেম্বর, ২০২৫ - রাত ৮:২২
 0  1k

বরিশালে “মানবাধিকার, সামাজিক ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবিলা” শীর্ষক দুদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে আভাস-এর আয়োজনে বরিশাল বিভাগে এ কর্মশালা সম্পন্ন হয়। এতে বিভাগের ছয় জেলার মোট ৩২ জন যুব গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সোশ্যাল মিডিয়ায় অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা কনটেন্ট শনাক্তকরণসহ ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে অবহিত করা হয়। বক্তারা একজন সচেতন সুনাগরিক হিসেবে ডিজিটাল স্পেসে দায়িত্বশীল আচরণ, মতপ্রকাশের স্বাধীনতা সম্মানের সাথে বজায় রাখা, জেন্ডার সমতা, মানবাধিকার রক্ষা এবং সাইবার নিরাপত্তা নিয়ে কার্যকর ধারণা প্রদান করেন।

বক্তারা জানান, যুবসমাজকে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় দক্ষ করে তুলতে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনলাইন নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, আইনি কাঠামো ও দায়িত্বশীল কনটেন্ট তৈরির পদ্ধতি কর্মশালার মাধ্যমে শেখানো হয়।

আভাস-এর প্রতিনিধি প্রদীপ দাস বলেন, “দুই দিনের এ কর্মশালায় সাংবাদিক, স্বেচ্ছাসেবী অ্যাডভোকেট এবং কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ৩২ জন যুব অংশগ্রহণকারীকে মানবাধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা, ডিজিটাল বুলিং ও নিরাপদ অনলাইন আচরণ বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।”

কর্মশালায় দলীয় আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, বাস্তব অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা জানান, স্বাধীনতা প্রজেক্টের আওতায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিরাপদ কৌশল, সন্দেহজনক লিংক বিষয়ে সতর্কতা এবং ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট–ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষার বিষয়ে তারা গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করেছেন। এক অংশগ্রহণকারী, যিনি পেশায় আয়কর আইনজীবী, বলেন—“এসব ডিজিটাল ঝুঁকি সম্পর্কে জানা আমার কর্মক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।”

বিশেষজ্ঞরা মনে করেন, মানবাধিকার সুরক্ষা, সামাজিক স্থিতিশীলতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে সমাজ উপকৃত হবে এবং যুবসমাজ হবে আরও দায়িত্বশীল ও সচেতন।