নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড

Oct 5, 2023 - 18:34
 0
নিউজিল্যান্ডকে ২৮৩ রানের টার্গেট দিল ইংল্যান্ড
নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচের একটি দৃশ্য।

ভারতে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের বৈশ্বিক এই আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮৩ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে ইংলিশরা। সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। ব্যাট হাতে আগ্রাসী মেজাজে অবতীর্ণ হন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। ম্যাচের দ্বিতীয় বলেই ট্রেন্ট বোল্টকে লেগ সাইড দিয়ে ছক্কায় ওড়ান তিনি। একটি চারও মারেন একই ওভারে। প্রথম ওভার থেকে ১২ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

পাওয়ার প্লের অষ্টম ওভারে ব্যক্তিগত ১৪ রানে আউট হন ওপেনার মালান। দলীয় ৬৪ রানে স্যান্টনারের বলে ৩৩ রানে ফেরেন আরেক ওপেনার বেয়ারেস্টো। হ্যারি ব্রুক টি-টোয়েন্টি স্টাইলে ৪টি চার ও এক ছয়ে ২৫ রান করে ফিরে যান। মঈন আলিও বেশিক্ষন টিকতে পারেননি। মাত্র ১১ রানে বোল্ড হন ফিলিপসের বলে। ১১৮ রানের মধ্যে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট হারায় বাটলারের দল

পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক বাটলার ও রুট ৭০ রানের পার্টনারশিপ গড়েন। বাটলারকে ৪৩ রানে আউট করে জুটি ভাঙেন কিউই পেসার ম্যাট হেনরি। ২২১ রানে লিভিংস্টোন ও ২২৯ রানে সর্বোচ্চ ৭৭ রান করা রুট সাজঘরে ফেরেন। টেল এন্ডারদের দৃঢ়তায় ২৮২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন হেনরি। এছাড়া দুইটি করে উইকেট নেন স্যান্টনার ও ফিলিপস



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow