বিনামূল্যে ৩৩ হাজার টিকিট, তারপরও ফাঁকা মোদি স্টেডিয়াম

Oct 5, 2023 - 19:02
 0  73
বিনামূল্যে ৩৩ হাজার টিকিট, তারপরও ফাঁকা মোদি স্টেডিয়াম
১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে।

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার জন্য ৩৩ হাজার নারীকে বিনামূল্যে টিকিট দেওয়া হয়। টিকিট বিনামূল্যে দেওয়ার পরও নরেন্দ্র মোদি স্টেডিয়াটি ফাঁকা থাকে।  এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮২ রান করে ইংল্যান্ড। ইংলিশরা ব্যাটিং করার সময়ে এক লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের পুরো অংশই ছিল ফাঁকা।  

অথচ বিজেপি নেতারা ৩৩ হাজার নারীকে খেলা দেখার জন্য বিনামূল্যে টিকিট দেন। অথচ তাদের অর্ধেকও খেলা দেখতে মাঠে আসেননি।  অনলাইনে টিকিট কাটতে গিয়ে সমর্থকদের নাজেহাল হতে হয়েছে। টিকিট বিক্রি শুরু হওয়ার সময়েই ওয়েবসাইটে ঢুকে পড়লেও ‘লাইনে’ দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়! ইলেকট্রনিক টিকিট গ্রহণযোগহ্য হবে না বলে আগেই জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে কাগজের টিকিট হাতে পেতেও ঘাম ঝড়াতে হয়েছে সমর্থকদের



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow