ক্রিকেট বিশ্বকাপ থেকে ভারতের আয় ২.৪ বিলিয়ন ডলার

Oct 5, 2023 - 20:38
 0
ক্রিকেট বিশ্বকাপ থেকে ভারতের আয় ২.৪ বিলিয়ন ডলার
২০২৩ বিশ্বকাপ।

ভারতে শুরু হয়েছে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ২০১১ সালের বিশ্বকাপে যৌথ আয়োজক হলেও এবার এককভাবে আয়োজন করছে উপমহাদেশের দেশটি। ভারতের ৯টি রাজ্যের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো।

যে রাজ্যে রোহিত-কোহলিদের ম্যাচ অনুষ্ঠিত, সেই প্রদেশের সমর্থকদের খুশি যেন বাঁধভাঙা। যা ভূমিকা রাখছে আর্থিক খাতেও বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে।

ভারতীয় আর্থিক লেনদেন প্রতিষ্ঠান ব্যাংক অব বারোদার অর্থনীতিবিদ জাহ্নবী প্রভাকর এবং অদিতি গুপ্তা জানিয়েছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে ভারতের অর্থনীতিতে যোগ হতে পারে ২.৪ বিলিয়ন মার্কিন ডলার। তারা আরও জানিয়েছেন, ১০ দলের এই বিশ্ব আসর থেকে ২০০ বিলিয়ন রুপি আয় করতে পারে আয়োজক দেশটি।

ভারতীয় অর্থনীতিবিদরা তাদের লেখায় উল্লেখ করেছেন, বিশ্বকাপে স্বাগতিক ছাড়াও সফরকারী দেশের সমর্থকরা প্রিয় দলকে সমর্থন দিতেই ভারতে আসবেন। ভ্রমণ এবং আতিথেয়তার খাত থেকে বিপুল রুপি আয় করবে স্বাগতিক দেশটি। ২০১৯ বিশ্বকাপের চেয়ে ৫৫২ মিলিয়নেরও বেশি ভারতীয় দর্শক দেখবেন টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। টিভি স্বত্ব ও পৃষ্ঠপোষক থেকেও সাড়ে ১০ হাজার কোটি থেকে ১২ হাজার কোটি রুপি রাজস্ব আদায় হতে পারে বলে ভবিষ্যৎবাণী করেন দুই অর্থনীতিবিদ



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow