সৌদি আরবের পাশে বাংলাদেশ-মালদ্বীপ

Oct 5, 2023 - 18:48
 0
সৌদি আরবের পাশে বাংলাদেশ-মালদ্বীপ
বাংলাদেশ-মালদ্বীপ ।

বিশ্বকাপ আয়োজনে বেশ অনেকটা সময় ধরেই আগ্রহ প্রকাশ করছিল এশিয়ান দেশ সৌদি আরব। তবে ফিফার বেঁধে দেওয়া নিয়ম মেনে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের বিড থেকে সরে আসে তারা। ফিফা সভাপতির দেওয়া ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপের শততম বছরে আয়োজক হবে মোট ছয়টি দেশ। তবে ২০৩৪ সালে ঠিকই সুযোগ পাচ্ছে সৌদি আরব।

নিয়ম অনুযায়ী, এশিয়া-ওশেনিয়া অঞ্চলে হবে ২০৩৪ সালের বিশ্বকাপ। সুযোগ পেয়েই তাই আবেদনে দেরি করেনি দেশটি। কাতারের পর মধ্যপ্রাচের দেশ হিসেবে গ্রেটেস্ট শো অন আর্থের আয়োজন করতে চায় তারা। আর এরইমাঝে আশপাশ থেকে সমর্থন পেতেও শুরু করেছে। 

সৌদি আরবের ২০৩৪ সালের বিডের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশন। ফেসবুক পোস্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনে সৌদি আরব ফুটবল ফেডারেশনের বিডে পূর্ণ সমর্থন জানিয়েছে। একইভাবে বিবৃতির মাধ্যমে সমর্থন ব্যক্ত করেছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ মালদ্বীপ। 

এর আগে, গতকাল বুধবার ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজক দেশের নাম ঘোষণা করেন ফিফার প্রধান জিওভান্নি ইনফান্তিনো। শততম বছরের বিশ্বকাপ আয়োজনে আয়োজক হবে মোট ৬ দেশ। স্পেন, পর্তুগালের পাশাপাশি থাকবে মরক্কো। আর টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।   

ফিফার পক্ষ থেকে জানানো হয়, প্রথম তিন ম্যাচ হবে দক্ষিণ আমেরিকায়। এরপর টুর্নামেন্ট চলে যাবে ইউরোপ এবং আফ্রিকায়। ৬ দেশের প্রত্যেকেই আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে